একক ভেক্টর কি- একক ভেক্টর কাকে বলে- একক ভেক্টর নির্ণয়?

একক ভেক্টর কি- একক ভেক্টর কাকে বলে- একক ভেক্টর নির্ণয়?

আসসালামু আলাইকুম সবাইকে। Mujahid Blogs -এ আপনাদের স্বাগতম।  

আজ আমি আপনাদের সাথে চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর সেই চমৎকার বিষয়টি হলো  একক ভেক্টর কি- একক ভেক্টর কাকে বলে- একক ভেক্টর কীভাবে নির্ণয় করতে হয়? 

একক ভেক্টর কি:-

যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে।

একক ভেক্টর কাকে বলে: 

মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে।

একক ভেক্টর নির্ণয়:-

একক ভেক্টর মানে হলো যে ভেক্টরের মান এক একক। কোনো ভেক্টরের মানকে ওই ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করলে ভেক্টরটি পাওয়া যায়।

একক ভেক্টর কি- একক ভেক্টর কাকে বলে- একক ভেক্টর নির্ণয়?


আয়ত একক ভেক্টর:-

ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়তাদেরকে আয়ত একক ভেক্টর বা আয়ত একক ভেক্টর বা আয়ত ভেক্টর বলে। এই কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় X-অক্ষের ধনাত্মক দিক বরাবর একক ভেক্টর i,Y-অক্ষ  বরাবর একক ভেক্টর j এবং Z-অক্ষ বরাবর একক ভেক্টর k ধরা হয়।


আরও পড়ুন,

পদ্মা সেতু নিয়ে সাধারণ জ্ঞান

লম্ব একক ভেক্টর :-

লম্ব একক ভেক্টর হলো সেই ভেক্টর যার দৈর্ঘ্য 1 একক দ্বারা সূচিত হয়। এটি সাধারণভাবে মোট তিনটি প্রধান লম্ব একক ভেক্টরের মধ্যে থাকে, তা হলো i, j, এবং k ভেক্টর।

যদি, 

i ভেক্টর: (1, 0, 0)

j ভেক্টর: (0, 1, 0)

k ভেক্টর: (0, 0, 1)


এই তিনটি ভেক্টর একটি কার্তেসীয় স্থানাঙ্ক নির্দেশ করে এবং এদের লম্ব একক ভেক্টর   (1, 0, 0), (0, 1, 0), এবং (0, 0, 1)  দ্বারা নির্দেশিত হয়। 

আর্টিকেলের শেষ কথাঃ একক ভেক্টর কি- একক ভেক্টর কাকে বলে- একক ভেক্টর নির্ণয়?

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সিলেট আইটি বাড়ির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url